skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদন‘একা একা আমি আর থাকতে পারি না’

‘একা একা আমি আর থাকতে পারি না’

Follow Us :

অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হাবজি গাবজি’।প্রকাশ্যে এল ছবির নতুন গান ‘একা একা আমি আর থাকতে পারি না’।ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরে ছবির জন্য গানটি গেয়েছেন মোহন কান্নন।গানের কথা ঋতম সেনের। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।রয়েছেন শিশুশিল্পী সামন্তক দ্যুতি মৈত্র।এই গ্রীষ্মে রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’ যে বড় আকর্ষণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।২০১৯সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর শেষ ছবি ‘পরিণীতা’।তারপর পেরিয়ে গিয়েছে তিন তিনটে বছর।করোনা সংক্রমণের কারণে ‘ধর্মযুদ্ধ’ এবং হাবজি গাবজি, পরিচালকের দুটি ছবির মুক্তিই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।

অবশেষে মুক্তির অপেক্ষায় রয়েছে হাবজি ‘গাবজি’ ও ‘ধর্মযুদ্ধ’।স্বাধীনতা দিবসের আগেই বড়পর্দায় আসছে ‘ধর্মযুদ্ধ’।কিন্তু তার আগেই ৩ জুন মুক্তি পাচ্ছে ‘হাবজি গাবজি’।ছবির জন্য অত্যন্ত সমসাময়িক এবং জরুরী একটি বিষয় বেছে নিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।কাজের জগতের বাইরে পরিবার,বন্ধুবান্ধব সবকিছু থাকা স্বত্বেও আমরা অধিকাংশই নিজেদের জগতে ব্যস্ত হয়ে পড়ি।যার জন্য অবশ্যই দায়ী সঙ্গের মুঠোফোনটি।যাতে চটজলদি বিনোদনের কোনও অভাব নেই।যার প্রভাব পড়ছে বাড়ির কচিকাচার উপর।খেলার সঙ্গী না পেয়ে সেও নিজের মত করে তৈরি করে নিচ্ছে নিজের দুনিয়া।

আর একটু বয়স বাড়লেও তাঁর হাতেও আমরা ধরিয়ে দিচ্ছি সেই সব পেয়েছির যন্ত্র, স্মার্টফোনটি। ইদানিংকালে স্মার্টফোনের প্রতি বহু কচিকাচার আকর্ষণ অনলাইন গেম।বাড়ির চারপাশে,পাড়ায়, যতই কমছে মাঠের সংখ্যা ও আয়তন।ততই অনলাইন গেমে ভিড় জমাচ্ছে ছোট থেকে একটু বড়,সকলেই।আন্তর্জালের দুনিয়াতেই ওরা খুঁজে পেয়েছে খেলার মাঠ।কিন্তু এর কি পরিণতি হতে পারে সেই গল্পই ‘হাবজি গাবজি’-তে বলার এক নিদারুণ চেষ্টা করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।

RELATED ARTICLES

Most Popular